December 22, 2024, 8:21 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়াতে প্রথম দুটি করোনার রোগী সনাক্ত হয়েছ্ ে
এর মধ্যে একজ কুমারখালী উপজেলার গোাট্রয়া গ্রামে এবং অন্যজন হলেন কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ায়।
গোট্রিয়ার আক্কাস আলী, নামের ৬০ বছরের বৃদ্ধের যিনি ব্রঙ্কাইটিস ও জ্বরে ভুগছিলেছন, নমুনা সংড়্রহ করা হয় ১৮ এপ্রিল। জানা যায় এই বৃদ্ধ কোথাও যাননি তবে ওই ব্যক্তির শ্যালকের নাম সোহেল পিতা মৃত রাজ্জাক সে ১৬ দিন আগে ঢাকা থেকে এসেছে। তিনি ঐ বাড়িতেই কোয়ারেন্টাইন ছিলেন।
অন্যদিকে, মাদারীপুর জেলায় সরকারী মালিকানাধীন ব্যাঙ্কে কর্মরত শহরের আড়–য়াপাড়া এলাকার ৩৫ বছর বয়সী ব্যাংকার জ্বর নিয়ে ১৫ এপ্রিল কুষ্টিয়ায় ফিরে আসেন। ১৮ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
দুটো নমুনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাবে পাঠানে হয়।
আজ (২২ এপ্রিল) তাদের প্রতিবেদন কুষ্টিয়ায় আসে।
পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, দু’জনের কাছ থেকে নমুনা সংগ্রহের পরে উভয়কেই বাড়িতে কোয়ারান্টিনে রাখা হয়েছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তাপস কুমার সরকার বলেছেন, তাদের শারীরিক অব¯’া পরীক্ষা করে তাদের চিকিৎসা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন জানান, প্রত্যেক রোগীর সংলগ্ন ১০টি বাড়ি লক ডাউন করা হয়েছে।
Leave a Reply