দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//×/
দিল্লির নিজামুদ্দিনে তাবলিগওয়ালাদের কান্ডজ্ঞানহীন ঘটনায় ভারত জুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনার মাঝে গা-ঢাকা দিয়েছেন অনেক তাবলিগ সদস্য। কিন্তু ব্যাপার হলো যা হয়েছে হবার পর বারবার অনুরোধ সত্ত্বেও দিল্লি থেকে ফেরার দিন পনেরো পরেও তারা করোনা পরীক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হননি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষপের দিকেই এগোচ্ছে কানপুর পুলিশ। সোমবার তাদের নামে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে। সন্ধান দিলেই মিলবে ১০ হাজার রুপি পুরস্কার।
কানপুর রেঞ্জের আইজি মহিত আগরওয়াল বলেন, এখন সময় আছে। নিজে থেকে এসে যদি পুলিশের সঙ্গে সহযোগিতা করে, তো ভালো। না হলে, কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।
আরও জানান, গত তিনদিনে শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে ৭৪ জনের সঙ্গে তাবলিগ জামাতের সমাবেশের সম্পর্ক পাওয়া গেছে।
ভারতে লকডাউন শুরু হওয়ার আগে দিল্লিতে ধর্মীয় সমাবেশ করে তবলিগ জমাত। করোনার কারণে সামজিক দূরত্ব বজায় রাখতে তার আগেই যে কোনো ধরনের সমাবেশ, মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা আরোপ হয়।
দেশ-বিদেশ থেকে তবলিগ সদস্যরা ওই সমাবেশে যোগ দেন। পর্যটক ভিসায় এসে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ায় ইতিমধ্যে কয়েক জন বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ধর্মীয় সমাবেশে উপস্থিত তবলিগ সদস্যদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায়, কেন্দ্রের দুশ্চিন্তা বাড়ে। করোনায় আক্রান্ত হয়ে কয়েক জন মারাও গেছেন।
এ জমায়েত কারণে তাবলিগ জামাতের প্রধান সা’দ কান্ধলবীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে মুসলিম বিরোধী উসকানির অভিযোগ উঠেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি