December 22, 2024, 11:42 pm
হুমায়ূন কবির, খোকসা//*/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন জেলার ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে রমজানে বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে একই সাথে কঠোর হুশিয়ারী জারি করা হয়েছে অসাধু ব্যবসায়ীদের।
কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম ও কুষ্টিয়ার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সভায় জেলা প্রশাসক রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য সকল ব্যবসায়ীকে আহবান জানান।
বিনা কারণে ব্যবসায়ীরা যদি পণ্যের বাজার দর নির্ধারিত মূল্য থেকে কারসাজি মল্য নেন এতে করে যদি ভোক্তা অধিকার ভুলুণ্ঠিত হয় তবে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতি”শীল রাখতে হবে। বিনা কারণে যেন দ্রব্য মূল্যের দাম না বাড়ে। আর কোনো কারণে যদি কোনো অসাধু ব্যবসায়ী বা প্রতিষ্ঠান দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply