December 23, 2024, 1:57 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ধামরাই/**/
এবার ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীর পরিবারকে বাড়ি ছাড়তে বলে ইটভাটায় থাকার নির্দেশ দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে।
সোমবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর রিফফাত আরা এ অভিযোগ করেন।
ভুক্তভোগী ওই স্বাস্থ্যকর্মী ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকায়। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করি বিধায় চেয়ারম্যান আহম্মদ হোসেন আমাকে এলাকায় ঢুকতে দিচ্ছেন না।
তিনি বলেন, রবিবার বাড়ি ফেরার পর আমাকে আর বের হতে দিচ্ছে না। চেয়ারম্যান বলেছেন, পরিবারের সব্ইাকে নিয়ে যেন আমি ইটভাটায় গিয়ে থাকি। বর্তমানে আমার পরিবারকে খুব চাপের মুখে রেখেছে তারা।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর রিফফাত আরা জানান, হাসপাতালে কাজ করে বলে এলাকার চেয়ারম্যান-মেম্বার তাকে বাড়ি ছাড়তে বলে। এছাড়া, কোনো কারণ ছাড়াই তার পরিবারকে অবরুদ্ধ করে বাড়িতে লাল পতাকা দিয়ে রেখেছিলো গত কয়েকদিন ধরে। কিন্তু আজ সেই স্টাফকে এলাকায় থাকতে দেবে না বলে তার পরিবারকে ইটভাটায় থাকার জন্য নির্দেশ দেন তারা।
তিনি আরও বলেন, এ খবর পেয়ে আমি আমার স্টাফকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কিন্তু তার পরিবারকে এখনও অবরুদ্ধ করে রেখেছে ওই চেয়ারম্যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান এই কর্মকর্তা আরও বলেন, আমার সেই স্টাফের নমুনা পরীক্ষা করা হয়েছে তার করোনা নেগেটিভ এসেছে।
বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ হোসেন এ বিষয়ে বলেন, আমি আসলে সেভাবে কিছু বলিনি। ওই পরিবারসহ এলাকাবাসীর সুরক্ষার জন্য তাকে আলাদা ঘর অথবা অন্য কোথাও থাকার জন্য বলা হয়েছে।
Leave a Reply