January 15, 2025, 12:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জন মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১১০ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৩৮২ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২,৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯,৫৭৮টি। সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।
গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২,৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছিল। ওই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ১০১ জন। আক্রান্তদের মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছিলেন আরও ১০ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। আইইডিসিআর’র তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ১ হাজার ১৭৪ জন।
এরমধ্যে পুরান ঢাকা ও বৃহত্তর মিরপুর হটস্পট। পুরান ঢাকার ওয়ারিতে ৩০, লালবাগে ৩১, গেন্ডারিয়ায় ২১ ও বাবুবাজারে ১১ জন রোগী শনাক্ত হয়েছে। বংশালে ৩১, সূত্রাপুরে ১২ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ।
এছাড়া মিরপুরের টোলারবাগে ১৯, মিরপুর-১১ তে-১৩, ১২-তে-১২ ও মিরপুর-১ তে ১১ জন। যাত্রাবাড়ীতে-৩৩, তেজগাঁওয়ে-২৩, বাসাবো-১৯, মহাখালী-১৬, গ্রীণরোডে-১০, গুলশানে-১৬, ধানমন্ডিতে-২৩, মোহাম্মদপুরে-৩৮ ও উত্তরায়-২৩ জন শনাক্ত হয়েছে।
Leave a Reply