October 30, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
আবারো পেছানোর চিন্তাভাবনা করা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। গত ১ এপ্রিল থেকে শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পিছিয়েছে আগেই। এবার তা ঈদের পর নেওয়ার চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে পরিস্থিতি অনুধাবন করতে আগামী ২৪ এপ্রিল ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, এসএসসি’র ফলাফল মে মাসের শেষের দিকে প্রকাশ করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে জানিয়েছে শিক্ষাসচিব মাহাবুব হোসেন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে শিক্ষাসচিব মাহাবুব হোসেনের সঙ্গে কনফারেন্সে অংশ নেন সারা দেশের ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এবং এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি পাঠদান, পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।
Leave a Reply