বিনোদন প্রতিবেদক: মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৯ ও জয়নগরের জমিদার ছবির নায়িকা কানিজ লিয়া বলেন, ‘আমি খুব কমই ইন্টারনেট ব্যবহার করি।ইন্টারনেট ব্যবহার করতে গেলেই শুধু দুঃসংবাদ পাই। তাতে মানসিকভাবে খুব যন্ত্রণা বাড়ে। শুনতেও ভালো লাগে না।’ তিনি গত ১৮ মার্চ থেকেই বাসায় আছেন। ১৯ এপ্রিল রোববার বাসায় থাকার এক মাস পূর্ণ হয়েছে তার। কর্মজীবি এই অভিনেত্রীর সময় কিভাবে কাটছে জানতে চাওয়া হলে তিনি প্রায় এক নিঃশ্বাসে বলতে থাকেন - রান্না করা, ম্যুভি দেখা, বই পড়ার মধ্য দিয়ে সময় কেটে যায়। বিকেলের দিকে তিনি আগেই থেকেই ব্যায়াম করেন। সেটাতো আছেই।
প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রিয় লেখকদের মধ্যে রয়েছেন হুমায়ূন আহমেদ ও সমরেশ মজুমদার। তিনি জানান, ছুটি শুরু হওয়ার পরে তিনি ঘরের বারান্দায় একটি বাগান করেছেন। সেই বাগানটি পরিচর্যা করতেও তার একটা উল্লেখযোগ্য সময় চলে যায়।
জিরো ডিগ্রি ইভেন্ট ম্যানেজমেন্টের ব্রান্ড অ্যাম্বেসেডর কানিজ লিয়া বলেন, ছুটি শুরু হওয়ার আগে এটিএন বাংলার পাঁচ পর্বের একটি ধারাবাহিকের কাজ করেছেন। তবে শুধু একদিনের কাজ বাকি আছে। এছাড়া তিনি প্রবর্তন ফাউন্ডেশনের সঙ্গেও জড়িত আছেন। এই ফাউন্ডেশনটি ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে। করোনা শুরু হওয়ার পর থেকে ১০ হাজার শিশুর দুই বেলার খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এ নিয়েও তাকে কিছুটা সময় ব্যস্ত থাকতে হয়।
তিনি বলেন, ‘এই ব্যস্তায়ও আমার কিছুটা সময় কেটে যায়।’ প্রাসঙ্গিকভাবে তিনি পরিবারের নিরাপত্তার স্বার্থে হলেও সকলকে বাসায় থাকার অনুরোধ জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি