December 22, 2024, 1:24 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা//*/
সোমবার (২০ এপ্রিল) দুপুরে খোকসা বাজারে আইন অমান্য করে দোকান খোলা রাখায় খোকসা বাজারের মসজিদ মার্কেটে চাচা ভাতিজা বিছনালয়ের মালিককে “সংক্রামক রোগ ( প্রতিরোধ ,নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন-২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী ২০০০ টাকা জরিমানা অনাদায়ে ০৩ ( তিন ) দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা ও খোকসা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ কুমার।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply