December 22, 2024, 10:12 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন//
কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০ জেলখানা থেকে ৩৫০ বন্দির মুক্তির তালিকা প্রেরণ করা হয়েছে। এ নিয়ে সারাদেশের কারাগারগুলো থেকে প্রায় হাজার জন বন্দি মুক্তির প্রক্রিয়া অনুমোদনের অপেক্ষায়।
খুুলনা বিভাগের কয়েকজন জেলসুপারের সাথে কথা বলে জানা যায় তারা স্বরাষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনা পেয়ে তালিকা করেন এবং উপরে পাঠান। তবে বন্দিদের সঠিক সংখ্যা এবং ঠিক কবে নাগাদ এসব বন্দিকে মুক্তি দেয়্ শুরু করা যাবে সেটি সুনির্দিষ্টভাবে বলতে পারেননি সংশ্লিষ্টরা। তারা বলছেন, আইনি প্রক্রিয়াগুলো শেষ হলেই মুক্তি দেয়া শুরু করা হবে।
কারোনা ভাইরাসের বিস্তৃতির পর জেলাখানাগুলো থেকে অতিরিক্ত বন্দিদের মুক্তির বিষয়টি নিয়ে রাষ্ট্রের আগ্রহের পর বিচার বিভাগের উর্ধ্বত পর্যায়ে আইনগত দিক নিয়ে প্রথমে আলোচনা হয়।
গত ৬ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দেন, হত্যা, ধর্ষণ ও এসিড মামলাসহ গুর“তর মামলার আসামি বাদে দীর্ঘদিন জেলখাটা ও লঘু অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির জন্য ব্যব¯’া নিতে। নির্দেশনা পেয়ে কারা কর্তৃপক্ষ সারাদেশ থেকে বিভিন্ন মামলার প্রায় দেড় হাজার আসামির তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তালিকা থেকে বিধি ও নীতিমালা অনুযায়ী একটি তালিকা করে দেয় যেখানে ১৪ ধরনের আসামির নাম ছিল। যারা শিশু হত্যা করেছে, ধর্ষণ ও অপহরণের পর হত্যা করেছে, এসিড নিক্ষেপ করে হত্যা করেছে, জননিরাপত্তার জন্য হুমকি, অস্ত্র আইনের মামলার আসামি- এমন মামলার আসামিদের মুক্তির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
Leave a Reply