December 22, 2024, 2:02 pm
দৈনিক কুষ্টিয়া অন লাইন ডেস্ক
কভিড-১৯ মহামারী ঠেকিয়ে গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে ভিয়েতনাম। ত্বরিত সীমান্ত বন্ধ ও দ্রুততার সাথেসরকারি দায়বদ্ধতা নিশ্চিত করে এই সফলদা এসেছে বলছে বিবিসি, সিএনএন, রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম।
এক্ষেত্রে চীন, আমেরিকা যা পারেনি ভিয়েতনাম তাই করে দেখিয়েছে।’ দেশটি দ্রুত হিসেব করতে সক্ষম হয়েছে ও সিদ্ধান্ত নিতে পেরেছে বলেই সফলতা পেয়েছে।
ভিয়েতনাম নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পর আমেরিকাকে মেডিকেল সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কদিন আগে টুইটে জানান, ‘আজ সকালে টেক্সাসে বন্ধুদেশ ভিয়েতনামের সহযোগিতা এসে পৌঁছেছে।’
ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল টেস্ট, কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয় কঠোরভাবে মেনে চলায় করোনা নিয়ন্ত্রণে এসেছে।
দেশটিতে প্রথমে ৭৫ হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনা সন্দেহে ১ লাখ ২১ হাজার মানুষের টেস্ট করানো হয়।
যার মধ্যে ২৬৮ জনের করোনা পজিটিভ আসে। ২০১ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। কেউ মারা যাননি।
Leave a Reply