দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//
প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা দেশে লাফিয়ে বাড়ছে। আক্রান্ত দুই হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন করোনাভাইরাসে মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন।
শনিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন করে ৩০৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।
আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও নয়জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে। সবশেষ মৃত নয়জনের ছয়জন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের এবং অন্যজন সাভারের।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি