October 30, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া অন লাইন ডেস্ক//
করোনা এখন সামাজিক প্রতিঘাতে রুপ নিচ্ছে ; মানুষের মানবিক এবং সামাজিক সম্পর্কককেও পরীক্ষায় ফেলে দিয়েছে। কে এখানে কে পর তা বোঝা কঠিন হয়ে উটছে। সবাই যার যার বেঁছে থাকাকে বেশী জোর দিয়ে ফেলছে। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের উত্তরাখণ্ডের তিপ্পারপুর গ্রাম।
ভারতীয় পত্রিকা এই সময় জানায়, কাজের খোঁজে মাত্র চার মাস আগে বিয়ে করা স্ত্রীকে নিয়ে উত্তরাখণ্ড থেকে পাঞ্জাব গিয়েছিলেন অশোক কুমার। করোনা প্রাদুর্ভাবের মধ্যে সেখান থেকে ফিরে এলেও গ্রামে ঢুকতে পারেননি তিনি।
বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অশোক।
জানা গেছে, পাঞ্জাব থেকে ফিরে গ্রামের বাইরে একটি স্কুলে আরও কয়েকজনের সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন ২৪ বছর বয়সী অশোক কুমার ও তার স্ত্রী। তাদের করোনা উপসর্গ না থাকলেও বাইরে থেকে আসায় কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল।
গ্রামের লোকেরা তাদের নিজেদের ঘরে ঢুকতে দেয়নি। এই দুঃখে স্ত্রীকে নিয়ে অশোক উত্তরাখণ্ডের তিপ্পারপুর গ্রামের পাশের জঙ্গলে আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার কোয়ারেন্টাইন সেন্টার থেকে স্ত্রীকে নিয়ে পাশের জঙ্গলে গিয়েছিলেন তিনি। পরে একটি গাছের ডাল থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার কারা হয়।
তাদের মৃত্যুর পেছনে আর কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply