দৈনিক কুষ্টিয়া অন লাইন ডেস্ক//
নির্ধারিত সময়ের মধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে না এলে সৌদি আরবে পবিত্র রমজান মাসে তারাবিহ এবং ঈদের নামাজ ঘরে বসে পড়তে হবে।
শুক্রবার এ কথা জানিয়েছেন গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল শেখ।
তিনি সাংবাদিকদের তিনি বলেন, ঈদের দিন কোনো বয়ানও হবে না।
তিনি বলেন যে সিদ্ধান্তই নেয়া হোক তা মানুষের কল্যানেই নেয়া হবে। ধর্ম হচ্ছে সর্বোচ্চ কল্যানকামী পথ। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নিশ্চয় সর্বোত্তম পথ রয়েছে।
সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখ দুদিন আগে বলেছিলেন যে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর যে নিষেধাজ্ঞা আছে, তা মসজিদে তারাবিহ নামাজ আদায়ের ওপর বহাল থাকবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে ৫১৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন।
এখন পর্যন্ত ৯৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
’
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি