December 21, 2024, 11:20 pm
দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক//
বিশ্বব্যাপী করোনার আঘাতে চলমান-ঘটমান অনেক কিছুই থেমে গেছে অনির্দিষ্টকালের জন্যে। এর মধ্যে রয়েছে অনেক অনুষ্ঠানাদি। এর মধ্যে কোন কোনটি কখন অনুষ্ঠিত হবে তা হলফ করে বলা মুশকিল। তেমনই কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র কেন্দ্রিক আসর কান চলচ্চিত্র উৎসব।
এর আগে বলা হয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে গরমের শেষের দিকে আয়োজিত হবে ফ্রান্স উপকূলের এই উৎসব। তবে বর্তমান গুরুতর অবস্থায় ফ্রান্সে লকডাউন বাড়ায় সেই আশায় পানি ঢেলে দিল কান কর্তৃপক্ষ।
আয়োজকদের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ভাবা হয়েছিল, ৭৩তম কান চলচ্চিত্র উৎসব জুনের শেষে বা জুলাইয়ে শুরুতে আয়োজন করা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার কোনো অবকাশ থাকছে না।
তারা আরও বলছে, সম্ভাব্য বিকল্পের অনুসন্ধান করছে।
এ দিকে মাঝে গুঞ্জন উঠেছিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে কান চলচ্চিত্র উৎসব। কিন্তু সপ্তাহখানেক আগে সেই সম্ভাবনা নাকচ করে দেন উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমু।
শুধু কান-ই নয় একই ধরনের সংকটে পড়তে যাচ্ছে টরন্টো ও ভেনিসের মতো বড় চলচ্চিত্র উৎসবগুলো।
Leave a Reply