October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক//
ইউরোপের লিগগুলোর বাকি অংশ আবার কবে শুরু হবে, ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতাগুলো আবার কবে মাঠে গড়াবে, এ নিয়ে ফুটবল সমাজে কথার শেষ নেই। কেউ বলতে পারে না করোনা শেষ হবে কবে, আবার স্বাভাবিক হবে সবকিছু। তবে উয়েফা আগামী ২৯ আগস্ট চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দিয়ে চলমান ২০১৯-২০ ফুটবল মৌসুম শেষ করার একটি পরিকল্পনা আঁটছে।
গত ২৪ মার্চ উয়েফা অনির্দিষ্টকালের জন্য চ্যাম্পিয়নস লিগ ফাইনাল স্থগিত ঘোষণা করে, এক সপ্তাহ পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় শেষ ষোলোর বাকি ম্যাচগুলোসহ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল।
বিবিসি জানিয়েছে, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি আগামী ২৩ এপ্রিল আরও বিশদ আলাপ-আলোচনা করে করোনায় থমকে থাকা ফুটবল মৌসুম কীভাবে শেষ করা যায় সেটির একটি সমাধান খুঁজবে। ধারণা করা হচ্ছে, উয়েফার অনুমোদন সাপেক্ষে ঘরোয়া লিগগুলো আগে শেষ করার সিদ্ধান্তটিই গৃহীত হতে যাচ্ছে প্রথমে। তবে যেহেতু এখনও ১০-১১ রাউন্ড করে লিগের খেলা বাকি আছে, তাই আগস্টের মধ্যেই সেটি শেষ করার সিদ্ধান্ত হবে। তার মানে ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি হতে পারে ২৯ আগস্ট, আর এর তিনদিন আগে পোল্যান্ডের ড্যান্সক শহরে হবে ইউরোপা লিগের ফাইনাল।
Leave a Reply