December 22, 2024, 2:26 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক: আরো এক দফা বেড়েছে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮২ জন, আরোও মৃত্যু হয়েছে ৫ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৩ এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা করা হয়েছে ১৫৭০টি।
আক্রান্তদের মধ্যে নতুন করে আরো তিনজন সুস্থ হয়েছেন বলেও উলেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ নিয়ে মোট ৪২ জন করোনারোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
Leave a Reply