December 30, 2024, 11:28 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার কর্মীদের করোনা ভাইরাস প্রতিরোধে ২৫ টি পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ব্যক্তি উদ্যোগে দিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এর দপ্তরে নিজে উপস্থিত থেকে উপজেলার সকল ডাক্তার নার্সের সুরক্ষার জন্য ২৫ পিস পিপিই প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার্স ইনচার্জ মুজিবুর রহমান।
স্বাস্থ্য সুরক্ষায় পিপিই প্রদানের সময় আল-মাসুম মোর্শেদ শান্ত বলেন, উপজেলা বাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মকর্তারা তারা যদি সুস্থ না থাকেন তাহলে আমরা উপজেলাবাসী কিভাবে সুস্থ থাকব। তাদের সুরক্ষায় আমার ব্যক্তিগত কে এই সামান্য উপহার টুকু আমি উপজেলার ডাক্তারদের জন্য দিলাম।
Leave a Reply