December 22, 2024, 11:21 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক: তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার কাজের প্রশংসা করেছের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহবা পেলেন তিনি। রবিবার করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের সময় নড়াইল জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদেরও বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীকে মাশরাফী বলেন, “আমি এখানে অনেক নবীন, আমার চেয়েও প্রবীণ নেতৃবৃন্দ আছেন। প্রতিটি ইউনিয়নকে ভিত্তি করে আমাদের যে কমিটি করা হয়েছে, আশা করি তাদের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে প্রকৃতপক্ষেই যাদের ত্রাণ প্রয়োজন তারা ইনশা আল্লাহ্ পেয়ে যাবেন। পুলিশ সুপার অক্লান্ত পরিশ্রম করছেন। বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত পরিশ্রম করছেন, নড়াইলেও দিনরাত পরিশ্রম করছেন।”
নড়াইল সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের অনুরোধ রেখে মাশরাফী বলেন, “নড়াইল সদর হাসপাতালকে উন্নয়নের জন্য ইতিমধ্যে আপনার দপ্তর থেকে চিঠি এসেছে। ২৫০ শয্যার কাজ চলছে। কিন্তু এ মুহূর্তে যেহেতু কাজ বন্ধ, জেলা পর্যায়ে এই সংকট নিরসনে নড়াইল সদর হাসপাতালে আইসিইউ করলে আমরা আরও শক্ত হাতে করোনা প্রতিরোধ করতে পারব বলে আশা করছি।”
দেশসেরা পেসার মাশরাফী আরও বলেন, “ডিলারের মাধ্যমে ১০ টাকার যে চাল বিতরণ হচ্ছিল, আমরা ৯০০ কেজি করে পাচ্ছিলাম। সেটা কমিয়ে ৩০০ কেজি আনা হয়েছে। হয়তো এটা টেকনিক্যাল কোনো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে। জনসংখ্যার বিচারেও যদি কিছু করেন, আমরা উপকৃত হব।”
জাতীয় ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়কের মাশরাফীর বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী জানান, টিআর, কাবিখা, বয়স্কভাতা থেকে শুরু করে সব ধরনের সাহায্য একই সাথে চলে যাচ্ছে। এটা যেন এক সাথে সব না যায়, এ জন্য ভাগে ভাগে দেওয়া হচ্ছে। যেহেতু সামনে রোজা, সামনে আরেক দফায় দেওয়া হবে।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তিও কিছু বলতে চায় বলে জানালে প্রধানমন্ত্রী জানান সময় স্বল্পতার কারণে তা এখন সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না।
মাশরাফী ও মুক্তি উভয়ের প্রশংসা করে সরকার প্রধান বলেন- “মুক্তিও ভালো কাজ করছে, তুমিও ভালো কাজ করছ। সবাই মিলে ভালো কাজ করো। নড়াইলের সবাই ভালো কাজ করছে। আমার মনে হয় নড়াইল অনেক ভালোই আছে।”
Leave a Reply