December 22, 2024, 4:44 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে দুই ভাই হত্যাকান্ডে ৩ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার তাদেরকে গ্রেফতার করা হয়। এরা ঐ তথ্যকান্ডের অভিযুক্ত আসামী।
গ্রেফতারকৃতরা হলো নাফিজ উদ্দিন শেখ (২৭), পিতা মুক্তার শেখ, আমিরুল ইসলাম (৪৮), পিতা মৃত সজেদ আলী মন্ডল, বজলু মন্ডল (৫০), পিতা মৃত ইসমাইল মন্ডল।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান গোপন সংবাদের ভিত্তিতে একটি পুলিশ দল কুষ্টিয়া শহরের কয়েকটি জায়গায় অভিযান চালায়। পরে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজারের পাশে শিশু পার্ক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
উল্লেখ্য, পাহাড়পুর গ্রামে গত ৩১ মার্চ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আপন দুই ভাই নিহত হয় পাহাড়পুর গ্রামের চাঁদ আলীর ছেলে মেহের আলী (৬০) ও বকুল (৫০)। পাহাড়পুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইউসুফের ছেলে রাজুর সাথে প্রতিপক্ষ গ্রুপের সাথে মারামারি হয়। পরদিন সকালে বাঁধবাজার পুলিশ ক্যাম্পে এসআই গৌতম দুই গ্রুপের লোকজনকে ডেকে এই ঘটনার সালিশী বৈঠক করেন। সালিশী বৈঠকে ভুট্টো-মিলি-মুন্তা গ্রুপের লোকজনকে চড় থাপ্পড় মারা হয়। এই অপমান সহ্য করতে না পেরে তারা সন্ধ্যায় খুনের ঘটনা ঘটায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাহাড়পুর সাদ ব্যাপারী গ্রুপের সাদের আপন দুই ভাই মেহেদ আলী (৬০) ও বকুল (৫০) কমলাপুর বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে পাহাড়পুর মন্টুর বাড়ি থেকে ভুট্টো-মিলি-মুন্তা গ্রুপের প্রায় অর্ধ শতাধিক লোক দেশীয় অস্ত্র হাসুয়া, বেকি, তরোয়ার, রড, লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এই হত্যাকান্ডে নেতৃত্ব পাহাড়পুর গ্রামের ভুট্টো, তুহিন, মুন্তা, গেদু, খোরশেদ, মিলন, টুটুল, খোকন, তরুণ, শাজাহান ও নুরপুর গ্রামের মিলনসহ প্রায় অর্ধ শতাধিক লোকজন।
পরে রক্তাত্ত অবস্থায় মেহেদ আলী ও বকুলকে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ভুট্টো-মিলি মুন্তুা গ্রুপ বাঁধ বাজারে ফিরোজ ওরফে কটা মেম্বারের অফিসে হামলা চালাতে গেলে স্থানীয় জনতা ও পুলিশের বাঁধায় ব্যর্থ হয়ে ফেরার পথে এই হত্যাকান্ডের ঘটনা ঘটায়। এ ঘটনায় একটি মামলা হয়। উক্ত গ্রামে এখন উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছে।
Leave a Reply