দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: বাংলাদেশের বিতর্ক আন্দোলের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) - বাংলাদেশে প্রথমবারেরমত জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে , ১ম আন্তঃ এনডিএফ বিডি জাতীয় ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০২০।
সারা বিশ্বেরমত করোনা মহামারীতে থমকে দাঁড়িয়েছে স্বাভাবিক জীবনযাপন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।এমতবস্থায় সারা বাংলাদেশের মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি,বিতর্ক চর্চার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মেধা ও মননের পরিসীমা বৃদ্ধি সেই সাথে বিতর্ক শিল্পের যাত্রাকে এগিয়ে নিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন চলছে।
এবার এই আয়োজনকে আরো সমৃদ্ধ করতে বিশ্বের ৫টি মহাদেশের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের একসময়ের প্রতিথযশা বিতার্কিকবৃন্দ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, ১ম অন্তঃ এনডিএফ বিডি জাতীয় ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০২০–এ ।এশিয়া মহাদেশের অন্তর্গত সাউথ কোরিয়া থেকে যুক্ত হবেন ইব্রাহীম খলিল,তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছেন এবং এনডিএফ বিডি’তে চেয়ারম্যান এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন । অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্গত অস্ট্রেলিয়া’র সিডনী থেকে যুক্ত হবেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান আমিরুল ইসলাম তুষার, নিউক্যাসেল থেকে সুষ্মিতা চৌধুরী,তিনি সদ্য ইউনিভার্সিটি অফ নিউক্যাসেল থেকে পিএইচডি সম্পূর্ণ করেন । উত্তর আমেরিকার অন্তর্গত ইউএসএ থেকে যুক্ত হবেন লাবণ্য কথা ,কানাডা থেকে ড.রাফাত আলম, তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ইউরোপ মহাদেশের অন্তর্গত জার্মানি থেকে যুক্ত হবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান –এর উপদেষ্টা ফাহমিদা ইয়াসমিন তানিয়া, আফ্রিকা মহাদেশের কেনিয়া থেকে যুক্ত হবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান –এর উপদেষ্টা ডা.তাসদিক হাসান দ্বীপ প্রমুখ।
আজ থেকে শুরু হবে প্রতিযোগিতার ২য় রাউন্ডের বিতর্ক । ৫টি অনলাইন ভেন্যুতে বিতর্কে অংশগ্রহণ করবে,বরিশাল অঞ্চলের শের-ই-বাংলা বনাম কুষ্টিয়া অঞ্চলের পদ্মা-গড়াই,চট্রগ্রাম অঞ্চলের আইপিএসসি বনাম ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র,রাজশাহী অঞ্চলের পুণ্ড্র বনাম চট্রগ্রাম অঞ্চলের অদম্য নোয়াখালী , সিলেট অঞ্চলের দুর্বার বনাম ময়মনসিংহ অঞ্চলের সিংহজানী ,খুলনা অঞ্চলের অদম্য বাংলা বনাম ঢাকা অঞ্চলের অসমাপ্ত ।
বরিশাল অঞ্চলের শের-ই-বাংলা দলের সদস্যবৃন্দ ইমতিয়াজ, বণিক মজুমদার,সাজন, কুষ্টিয়া অঞ্চলের পদ্মা-গড়াই দলের সদস্যবৃন্দ ফাহিম মুনতাসির রহমান,ইরফাত নূর আবনী,রাহাত উন নূর, চট্রগ্রাম অঞ্চলের আইপিএসসি দলের সদস্যবৃন্দ ফারিয়া সামন্ত আকবর , উম্মে তাসমিয়া সাফা, ইশ্মাম রেজা,ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র দলের সদস্যবৃন্দ রাফি আহমেদ ফাহিম, তাসবিহ জামান তাবা , সফিকুল আলম বাপ্পী, রাজশাহী অঞ্চলের পুণ্ড্র দলের সদস্যবৃন্দ রাইয়ান আজমাঈন, মোঃ আশিক আল আরাফাত নাইম , মেশফাত আরা মাঈশা , চট্রগ্রাম অঞ্চলের অদম্য নোয়াখালী দলের সদস্যবৃন্দ রব্বানী রাশা রাতুল , আহনাফ হাসান , মুশফিকুর স্বপনীল, সিলেট অঞ্চলের দুর্বার দলের সদস্যবৃন্দ মোঃ আরিফুর রহমান আরিফ ,ইমাদ উদ্দিন ,সাদিয়া তাসনিম, ময়মনসিংহ অঞ্চলের সিংহজানী দলের সদস্যবৃন্দ সায়েম শাহরিয়ার ,এস এম জামিল হোসেন আল করিম, তৌফিক আহম্মেদ শিশির,,খুলনা অঞ্চলের অদম্য বাংলা দলের সদস্যবৃন্দ মোঃ ওমর ফারুক, রাজশ্রী শ্রীজা , লামিয়া ইসলাম,ঢাকা অঞ্চলের অসমাপ্ত দলের সদস্যবৃন্দ নূর-ই-জান্নাত,ইসরাত জাহান লাজুকি,বিলকিস বারী।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন সময় বিচারক হিসেবে দায়িত্বপালন করবেন ড.আমানুর আমান, মোঃ আহসান কবির রানা আরমান ইসলাম ,লায়ন এম আজহারুল ইসলাম দুলাল,মোঃ খলিলুর রহমান খলিল, শামীম রানা, তানবিবুর রহমান তুনান , কৃষিবিদ সুব্রত প্রমানিক, ,জাহিদুল ইসলাম,, আব্দুল কাইয়ূম, মোঃ সাদ আল ফয়সাল রাজু, জাহিদুল ইসলাম সিহাব , তাহসিন রিয়াজ প্রমুখ সারা বাংলাদেশের প্রতিথযশা বিতার্কিক ও সংগঠকবৃন্দ ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি