December 22, 2024, 8:57 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক: রেহাই নেই বোধহয় কারোরই। ধনী-নির্ধন সবাইকেই কিছু পরিস্থিতি মোকাবেলা করার আর যখন জো তাকে না। গার্ডিয়ানের খবরে বলা হচ্ছে খোদ বৃটেনেও ক্ষুধার্ত থাকছে মানুষ, উপোসও। বিশেষ করে অল্প আয়ের মানুষজন। লকডাউনে থাকায় কোনো আয় নেই তাদের। ফলে খাবার ছাড়াই দিনতিপাত করতে হচ্ছে অসংখ্য মানুষকে।
দাতব্য সংস্থা ফুড ফাউন্ডেশন বলেছে, প্রায় ১৫ লাখ বৃটিশ সারাদিন না খেয়ে কাটিয়েছেন। তাদের হয় কোনো টাকা ছিল না, কিংবা খাবার কেনার কোনো উপায় ছিল না। প্রায় ৩০ লাখ মানুষ দিনে অন্তত এক বেলা খাবার না খেয়ে থাকছেন। ১০ লাখেরও বেশি মানুষ জানিয়েছেন, এই মহামারির কারণে তাদের এই মুহূর্তে কোনো আয় নেই। এদের এক-তৃতীয়াংশই মনে করেন, তারা হয়তো সরকারের কোনো সহায়তা পাবেন না।
প্রতিষ্ঠানটির পরিচালক আনা টেইলর বলেন, এই ক্রাইসিস এককভাবে ফুডব্যাংক বা স্থানীয় কর্তৃপক্ষ সামলাতে পারবে না।
বিনামূল্যে খাদ্যালয় বা ফুডব্যাংক পরিচালনাকারী দাতব্য সংস্থাগুলো বলছে যে, জরুরী খাদ্যের জন্য ফুডব্যাংকে আসা মানুষের সংখ্যা অত্যাধিক বেড়ে গেছে।
Leave a Reply