নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ত্রাস সিরাজনগরের রানা (২৭) বিদেশি পিস্তল,গুলিসহ টহলরত দৌলতপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে । মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সিরাজনগর এলাকার মহরম মন্ডলের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত১২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় থানা পুলিশের একটি টহল দিচ্ছিল এসময় পুলিশ রানা দেখে সন্দেহ হলে তাকে পুলিশ দাড়াতে বলে এসময় রানা পালাতে গেলে পুলিশ তাকে দৌড়ে তাকে ধরতে সক্ষম হয় । এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দৌলতপুর থানা পুলিশের একটি টিম সিরাজনগর এলাকায় টহলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক কারবারি রানা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি