দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা গেটের সামনে মঙ্গলবার রাতে গোয়াল ঘরের মশার কয়েলের আগুনে প্রতিবন্ধী শাজাহানের বসত বাড়ি ও গোয়াল ঘর সহ পাঁচটি ছাগল ও একটি গরু পুড়ে গেছে।
খোকসা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গোয়াল ঘরের মশার কয়েল থেকে রাতের কোন এক সময় আগুনের সূত্রপাত। উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টা ব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তারা জানান আগুনে মোঃ শাজাহানের প্রায় দুই লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবন্ধী শাজাহানের বাড়ি আগুনে পুড়ে যাওয়ার কথা শুনে ত্রান সামগ্রী নিয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা। এসময় তিনি বলেন, দরখাস্ত করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও সাহায্য সহযোগিতা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।
খোকসা থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ত্রাণ সামগ্রী নিয়ে শাহজাহানের অসহায় পরিবারের পাশে দাঁড়ান। এসময় তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করেন। বুধবার সকালে ছুটে আসেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, মোঃ মিজানুর রহমান বিটু।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি