January 3, 2025, 2:49 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ প্রাণঘাতী কোন ভাইরাসের প্রাদুর্ভাব খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষগুলো সরকারের নির্দেশনায় ঘরবন্দি হয়ে পড়েছে। সোমবার সকালে তাদের দুবেলা-দুমুঠো খাবার তুলে দিতেই ব্যাক্তি পর্যায়ে কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত’র উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক অসহায়-দুস্থ দিনমজুর ভ্যানচালক খেটে খাওয়া মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেন।
এসময় তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা বাড়িতে থাকুন খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। প্রাকৃতিক বিপদ আপদে আমি আপনাদের পাশে থাকব। এসময় উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী যুবলীগের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply