December 22, 2024, 11:47 am
নিজস্ব প্রতিনিধি: সারাদেশ এখন করোনা ভাইরাস আতংকে ভাসছে। দিনদিন বৃদ্ধি পাচ্ছে রোগির সংখ্যা। শনিবার সকালে কুষ্টিয়ার ৬ উপজেলার ১০৩ জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃএইচ এম আনোয়ারুল ইসলাম শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান । সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়া সদর উপজেলার সকল গরুর হাট বন্ধ করার ঘোষণা করেছে সদর উপজেলা প্রশাসন
কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃএইচ এম আনোয়ারুল ইসলাম জানান জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে নতুন করে ২৪ ঘন্টায় ১০জন সহ মোট ১০৩ জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তারা সবাই বিদেশ ফেরত, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন জেলা করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িক্তরত মেডিকেল অফিসারা। এখন পর্যন্ত তারা সকলেই সুস্থ আছেন। অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়া সদর উপজেলার সকল গরুর হাট বন্ধ করার ঘোষণা দিলেন কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন।
Leave a Reply