December 22, 2024, 7:18 am
খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজল গ্রামে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে মো: আলাউদ্দিন এর ছেলে হাশিম রেজা (৩০) এর কাছ থেকে ১২ পিচ ইয়াবা ও একই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আলতাফ হোসেন(২৪) এর কাছ থেকে ১০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে কুষ্টিয়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান বলেন খুব সাথে মাদকমুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অভিযানের অংশ হিসাবে এদের দু’জনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply