December 22, 2024, 10:59 am
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষিপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন (৪০) নামে একজন ট্রাক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন লক্ষিপুর বাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের একটিতে বালি ও অন্যটিতে ইউরিয়া সার বোঝায় ছিলো। ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অভিমুখে আসা ট্রাকের চালক সুজন ড্রাইভিং সিটে বসেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুলিশের সহায়তায় সুজনের লাশ উদ্ধার করেন।
ময়নাতদন্তের জন্য পুলিশ নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসময় অপর ট্রাকের চালক ও হেলপারসহ মোট তিন জন আহত হয়। আহত চালক ও হেলপারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশংকাজনক বলে জানান ডাক্তার। আহত অবস্থায় অপর জন পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত ট্রাক দু’টি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, নিহত সুজনের বাড়ী চুয়াডাঙ্গায়।
Leave a Reply