January 3, 2025, 2:11 am
রিয়াজুল ইসলাম: কুষ্টিয়ায় ভেড়ামারায় ডিবির অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ চার জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার জেলার ভেড়ামারা থানাধীন চাদগ্রামস্থ ৩ নং ব্রীজ সংলগ্ন কুষ্টিয়ার ডিবি পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা ছিলেন এস আই জুবায়ের রহমান, উক্ত অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল, মোটর সাইকেল, একটি পাখী ভ্যানসহ ৪ জনকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত হলো দৌলতপুর থানার মহিষকুন্ডি (মুসলিম নগর) এলাকার ওসমান আলীর ছেলে মোহন হোসেন (৩০), একই থানার ও এলাকার আঃ জলিলের ছেলে নাইমুর রহমান, কুষ্টিয়া শহরের থানাপাড়া (৫নং প্রাইমারী স্কুলের কাছে) এলাকার আবুল হাশেমের ছেলে সোহাগ এবং কুঠিপাড়া এলাকার মৃত আল আমিনের ছেলে আল মামুন জীবন।
ডিবি পুলিশ সংবাদিকদেরকে জানান গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ভেড়ামারা থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করি এবং ঐ থানার এলাকায় একটি পাখীভ্যান সন্দেহ হয় পরে পাখীভ্যান তল্লাশী করে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। স্বীকারোক্তিমূলক পাখীভ্যান চালক বলে এই ফেন্সিডিল গুলো কুঠিপাড়া এলাকায় পৌছাতে হবে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকায় সোহাগের বাড়ীতে পৌছানো মাত্র সোহাগ সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত আলামত সহ উক্ত চারজনকে ভেড়ামারা থানায় প্রেরণ করে। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
Leave a Reply