December 22, 2024, 11:08 am
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া আনন্দ মূখর পরিবেশে আনন্দ টিভির ২য় বর্ষপূতি উদযাপন। বাংলাদেশে বেসরকারী টেলিভিশনের মধ্যে বর্তমানে আনন্দ টিভি অতি সুনাম ও সাফল্যের সাথে কাজ করে চলেছে। বুধবার কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) স্কয়ারে কেক কেটে ২য় বর্ষপূতি উদযাপন করা হয়।
আনন্দ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সারে সভাপতিত্বে ও কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সার্বিক তত্বাবধানে সঞ্চালনায় ছিলেন (কেপিসি)’র সহ-সভাপতি জামিল হাসান খোকন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তি ছিলেন কুষ্টিয়ার মিডিয়া বান্ধব জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
সাংবাদিকদের দিক নির্দেশনা বক্তব্যে তিনি বলেন সাংবাদিকেরা একটি দেশের তৃতীয় সরকার হিসেবে কাজ করে। সাংবাদিকদের দল মত নির্বিশেষে কাজ করে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এসএম তানভির আরাফাত (পিপিএম) বার। তিনি বলেন যে, সাংবাদিকেরা আছে বলেই পুলিশ একটু জিরিয়ে কাজ করতে পারে। তারা আছে বলেই পুলিশের কাজ করতে আরো সহজ হয়ে উঠেছে। এছাড়া বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম। তিনি বলেন যে, রাজনৈতিক ভাবে সাংবাদিকদের জন্য ভালো মন্দ বিচার বিশ্লেষন করা বা উপর নির্ভরতা আরো বারিয়ে দিয়েছে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) গোলাম সবুর, নির্বাহী ম্যাজিট্রেট তায়ফুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন (শ্যামলী), কোষাধক্ষ্য মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, ক্রিড়া সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, নির্বাহী সদস্য তৌফিক তপন, দৈনিক পদ্মা গড়াইয়ের ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুজ্জামান ছন্দ, দৈনিক সোনালী খবরের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শেখ নাজমুল হোসেন, দৈনিক পরিবর্তনের জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, উৎসব টিভির জেলা প্রতিনিধি ইউসুফ আলী, মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, দৈনিক আরশীনগরের স্টাফ রিপোটার আরাফাত হোসেনসহ কুষ্টিয়ার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ক্যামেরা পার্সনেরা সে সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply