December 22, 2024, 7:08 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক একদিনের সেমিনার রবিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মী গান সহ বিভিন্ন দপ্তরের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় অর্থায়নে ও তত্বাবধায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে একদিনের সেমিনারে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন তুলে ধরেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জব প্লেসমেট অফিসার মোঃ তরিকুল ইসলাম তুহিন ও চিফ ইন্সপেক্টর কল্লোল কুমার সরকার প্রমুখও।
Leave a Reply