October 30, 2024, 8:01 pm
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় হান্নান সরকার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হান্নান সরকার সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার মৃক সোলাইমান সরকারের ছেলে। তিনি ব্র্যাক এনজিওতে কর্মরত ছিলেন।
এসআই মানবেন্দ্র বিশ্বাস জানায়, সকালে মোটরসাইকেলে ভেড়ামারা ব্র্যাক অফিসে যাওয়ার পথে নয়মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নান নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply